ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রায়পুরায় ট্রাক্টরচাপায় রাজমিস্ত্রি নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
রায়পুরায় ট্রাক্টরচাপায় রাজমিস্ত্রি নিহত

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রাক্টরচাপায় মোবারক হোসেন (৩০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।  

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোবারক উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ পশ্চিমপাড়ার আঙ্গুর মিয়ার ছেলে।  

পুলিশ জানায়, সকালে মোবারক নিজের বাড়ির কাজের জন্য ট্রাক্টরে করে ইট নিচ্ছিলেন। এসময় ট্রাক্টরটি উল্টে গেলে তিনি ট্রাক্টর ও ইটের স্তূপের নিচে চাপা পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হয়। স্বজনদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।