ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুপুর পর্যন্ত ঢাকার ১০ আসনে প্রতীক পেলেন ৭৮ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
দুপুর পর্যন্ত ঢাকার ১০ আসনে প্রতীক পেলেন ৭৮ জন

ঢাকা: ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা মহানগরীর ১০টি আসনে ৭৮ জনকে প্রতীক দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল পৌনে ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

বিভাগীয় কমিশনার মো. সা‌বিরুল ইসলাম বলেন, দুপুর পর্যন্ত ঢাকা মহানগরীর ১০টি আসনে ৭৮ জনকে প্রতীক দেওয়া হয়েছে। এরমধ্যে চারজন স্বতন্ত্র প্রার্থী। বাকিরা কোনো না কোনো দলের মনোনীত প্রার্থী।  

বেলা ১টা পর্যন্ত ঢাকা ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১২ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা-৪ আসনে নয়জন, ঢাকা-৫ আসনে ১২, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে ছয়জন করে প্রার্থী প্রতীক পেয়েছেন।

ঢাকার চারটি আসনে প্রতীক পেলেন যারা:
ঢাকা-৮ আসনে ১০ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের আ ফ ম বাহাউদ্দীন নাছিম (নৌকা), বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের আবু নোমান মোহাম্মদ জিয়াউল হক মজুমদার (মিনার), তৃণমূল বিএনপির এম এ ইউসুফ (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির খন্দকার এনামুল নাছির (একতারা), ন্যাশনাল পিপলস পার্টির মো. আবুল কালাম জুয়েল (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ার (মোমবাতি), জাতীয় পার্টির মো. জুবের আলম খান (লাঙ্গল), বাংলাদেশ তরীকত ফেডারেশনের মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (ফুলের মালা), ন্যাশনালিস্ট ঐক্যফ্রন্টের মো. সাইফুল ইসলাম (টেলিভিশন) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাসেল কবির (ছড়ি) প্রতীক পেয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থী বাহাউদ্দীন নাছিম প্রতিনিধির মাধ্যমে প্রতীক নিয়েছেন। এই আসনের পাঁচজন প্রার্থী নিজেও আসেননি, প্রতিনিধিও পাঠাননি। প্রতিনিধি পাঠালে বা নিজে এলে তাদের প্রতীক দেওয়া হবে বলে জানিয়েছে রিটার্নিং কার্যালয়।

ঢাকা-৯ আসনে ৯ জন প্রার্থী রয়েছেন। কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। এই আসনে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির কাজী আবুল খায়ের (লাঙ্গল), গণফ্রন্টের তাহমিনা আক্তার (মাছ), তৃণমূল বিএনপির রুবিনা আক্তার (সোনালী আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ কফিল (আম), ন্যাশনালিস্ট ঐক্যফ্রন্টের মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী (টেলিভিশন), বাংলাদেশ জাতীয় পার্টির মো. আনোয়ারুল ইসলাম (কাঁঠাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. নুরুল হোসাইন (ছড়ি), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মাহিদুল ইসলাম (একতারা) প্রতীক পেয়েছেন।

ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ দুপুর ১২টায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কার্যালয়ে গিয়ে নৌকা প্রতীক নেন। এই আসনে পাঁচজন প্রার্থী রয়েছেন। ন্যাশনাল পিপলস পার্টি থেকে এ কে এম শামসুল আলম (আম), বিএনএফ থেকে মো. বাহারানে সুলতান বাহার (টেলিভিশন), জাতীয় পার্টি থেকে হাজী মো. শাহজাহান (লাঙ্গল), সাংস্কৃতিক মুক্তিজোট থেকে শাহরিয়ার ইফতেখার (ছড়ি) প্রতীক পেয়েছেন। তারা নিজে প্রতীক নেননি। কোনো প্রতিনিধিও পাঠাননি।

ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলম খুশু (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. আবদুল হাকিম (মোমবাতি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী আতিকুর রহমান নাজিম (টেলিভিশন), তৃণমূল বিএনপির প্রার্থী নাঈম হাসান (সোনালী আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির শাহিন খান (আম) প্রতীক পেয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী নিজে আসেননি। প্রতিনিধির মাধ্যমে তিনি প্রতীক নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।