ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ মাদককারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ মাদককারবারি আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ হেলাল উদ্দিন (৩২) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় টেকনাফ মহাসড়কে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

হেলাল টেকনাফের হ্নীলা দরগাপাড়ার নুরুল হোসেনের ছেলে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং র‌্যাব ক্যাম্পের একটি দল ওই মাদককারবারিদের আটক করে। এ সময় তার কাছ থেকে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।