ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খাদ্যমন্ত্রীর নির্বাচনী ক্যাম্পে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
খাদ্যমন্ত্রীর নির্বাচনী ক্যাম্পে আগুন

নওগাঁ: নওগাঁর পোরশায় নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার ( ২২ ডিসেম্বর) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে।

পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল জানান, গভীর রাত পর্যন্ত ওই ক্যাম্পে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠানবৈঠক শেষ করে স্থানীয় নেতাকর্মীরা বাড়িতে চলে যায়। এরপর ভোর রাতের দিকে কে বা কারা ক্যাম্পের জানালা দিয়ে আগুন ছুড়ে মারে। এতে ওই ক্যাম্পের পোস্টার, ব্যানার ও শামিয়ানা পুড়ে যায়।  

বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিয়ার রহমান জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।