ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাত ৩টা থেকে নরসিংহপুর -হরিণাঘাট নৌরুটে ফেরি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
রাত ৩টা থেকে নরসিংহপুর -হরিণাঘাট নৌরুটে ফেরি বন্ধ ফাইল ছবি

শরীয়তপুর: ঘন কুয়াশার কারণে শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৩টা থেকে শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।  

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

চরলক্ষ্মী চ্যানেলে ফেরি কামিনী নিরাপদ অবস্থানে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হবে।

তিনি আরও জানান, যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে এ রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করত। আর এখন পদ্মা সেতুর সুবাদে যানবাহন কমে গেছে। তাই বর্তমানে ফেরিগুলো যানবাহনের জন্য অপেক্ষা করে।

এদিকে দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে চালকরা হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে গাড়ি চালাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।