ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বাসের ধাক্কায় সাবেক পৌর কাউন্সিলর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
বাগেরহাটে বাসের ধাক্কায় সাবেক পৌর কাউন্সিলর নিহত

বাগেরহাট: বাগেরহাটে বাসের ধাক্কায় সাবেক পৌর কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনি (৬০) নিহত হয়েছেন।  

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাট-খুলনা মহাসড়কের লখপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মরদেহ উদ্ধার এবং ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ।

নিহত মনিরুজ্জামান বাগেরহাট শহরের সরুই এলাকার মো. নুর মোহাম্মাদ মল্লিকের ছেলে। তিনি বাগেরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, মনিরুজ্জামান ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে খুলনা যাচ্ছিলেন। লখপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

এদিকে পৌর বিএনপির এই নেতার মৃত্যুতে জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সাবেক সভাপতি এমএ সালামসহ নেতৃবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩

এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।