ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
মেহেরপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ সুমন আলী (২০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

রোববার (২৪ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়।

 

আটক সুমন একই উপজেলার সীমান্তবর্তী বুড়িপোতা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।  

ডিবি সূত্র জানান, ফেনসিডিল পাচারের গোপন তথ্য পেয়ে সকালে রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে একটি ইটভাটার সামনে থেকে সুমনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। সুমনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।