ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজস্থলীতে ট্রাক উল্টে নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
রাজস্থলীতে ট্রাক উল্টে নিহত ১, আহত ৩ প্রতীকী ছবি

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় নির্মাণাধীন সীমান্ত সড়কে ট্রাক উল্টে শাকিল নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন শ্রমিক।

 

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেন।

নিহত শাকিল চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার ব্রিজঘাটা এলাকার মনসফ আলীর ছেলে।  

জানা গেছে, শনিবার (২৩ ডিসেম্বর) মধ্য রাতে নির্মাণাধীন সীমান্ত সড়কের সাইজল ক্যাম্প এলাকায় বালিভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে  ট্রাক থাকা কয়েকজন শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে শাকিল নামে একজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। আর মাইনুদ্দিন নামে গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি ইকবাল বাহার জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।