ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
নওগাঁয় পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ, আহত ৬

নওগাঁ: নওগাঁর-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে এই হামলার ঘটনা ঘটে।

অ্যাডভোকেট ওমর ফারুক জানান, বিকেলে উপজেলার কাশিমপুর এলাকায় তারা প্রচারণা চলছিল। এ সময় নৌকার সমর্থকরা এসে তাদের প্রচারণায় বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ বাধে। এ ঘটনায় আমার ছয়জন সমর্থক গুরুতর আহত হন। পরে তাদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, এছাড়া বিকেলে রাণীনগর উপজেলার বাস টার্মিনাল এলাকায় নৌকার সমর্থকরা আমাদের আরও দুই কর্মীকে পিটিয়ে আহত করে। তারা এখন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ওবায়েদ জানান, পুলিশের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সুমনের লোকজন নৌকা প্রার্থীর সমর্থদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ উপস্থিত ছিল। তবে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার সময় পুলিশ উপস্থিত ছিল না। এ বিষয়ে এখনও কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে নৌকার প্রার্থীর সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।