ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাইটেক পার্ক কর্তৃপক্ষের নতুন এমডি জাফর উল্লাহ 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
হাইটেক পার্ক কর্তৃপক্ষের নতুন এমডি জাফর উল্লাহ 

ঢাকা: বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।  

রাজশাহী বিভাগের সদ্য বিদায়ী বিভাগীয় কমিশনার ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জি এস এম জাফর উল্লাহকে নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

রাজশাহী বিভাগীয় কমিশনার থেকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলির আদেশাধীন ছিলেন তিনি।  

আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা অনুযায়ী তার অবসর উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ৩১ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এ নিয়োগ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।