ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
সৈয়দপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে বেলাল (৪২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে সৈয়দপুরে ঢেলাপীর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের কাজ করার সময় বেলাল নিচে পড়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি মিটিয়ে ফেলার জোর চেষ্টা চলছে বলে জানা গেছে।  

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান আমরা খবর পেয়েছি ভবন থেকে পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আইনিগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।