ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভালুকায় ড্রাম বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
ভালুকায় ড্রাম বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় ড্রাম (পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে প্রক্রিয়াজাত করার) বিস্ফোরণে মো. বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন সাইদুল ইসলাম ও আব্দুল লতিফ নামে দুই ব্যক্তি।

বুধবার (৩ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভায়াবহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে এবং অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, হতাহতরা ওই কারখানায় ড্রামে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে প্রক্রিয়াজাতকরণ করে ডিজেল তৈরির কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবারও কাজ করছিলেন তারা। কিন্তু দুপুরের দিকে কারখানাটিতে ডিজেল তৈরির সেই ড্রাম বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বিল্লাল। দগ্ধ হন দু’জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।