ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

চরজব্বার থানার ওসিকে প্রত্যাহারের দাবি স্বতন্ত্র প্রার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
চরজব্বার থানার ওসিকে প্রত্যাহারের দাবি স্বতন্ত্র প্রার্থীর

নোয়াখালী: নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে কর্মী-সমর্থকদের ওপর হামলা, প্রচার-প্রচারণায় বাধা, নির্বাচনী অফিস ভাঙচুর, বহিরাগতদের অনুপ্রবেশ, দায়িত্ব পালনে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পক্ষপাতের অভিযোগসহ নৌকার প্রার্থীর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিন।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা শহরের রশিদ কলোনি এলাকার চেয়ারম্যান পার্কের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিন বলেন, আমরা ও আমাদের নেতাকর্মীরা ঠিকমতো নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারছেন না। বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে আহত করা হয়েছে। নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। বেশ কয়েকজন সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমার সংবাদ সংগ্রহ করায় সংবাদ কর্মীদেরও পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আর কয়েকদিন বাকি। এখন নৌকা প্রতীকের লোকজন আমাদের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। ভোটকেন্দ্রে যেতে মানুষকে নিষেধ করছে। আমাদের নেতাকর্মীরা ভীত-সন্ত্রস্ত। তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত।

শাহিন বলেন, নির্বাচনের প্রচারণার প্রথম থেকে সুবর্ণচরে বেশ কয়েকটি ঘটনায় চরজব্বার থানায় অভিযোগ দিয়েও আমরা কোনো প্রতিকার পায়নি। আমাদের জানামতে ওই থানার ওসি রফিকুল ইসলাম নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর আজ্ঞাবহ। তার কাছে কোনো ধরনের সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। তাই ওসি রফিকুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানান তিনি। একই সঙ্গে নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ ঠেকানোর দাবিও জানান এই প্রার্থী।

 সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নেতা আবদুল মালেক উকিলের জ্যেষ্ঠ পুত্র গোলাম মহি উদ্দিন লাতু, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় নেতা আবদুল মালেক উকিলের কনিষ্ঠ পুত্র বাহার উদ্দিন খেলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুজ জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।