ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ওআইসি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ওআইসি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু দেখতে চায় অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি)।

শুক্রবার (০৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ওআইসির হেড অব ইলেকশন ইউনিট সাকির মাহমুদ বান্দার সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা এখানে এসেছি ভোট পর্যবেক্ষণের মাধ্যমে বাংলাদেশের মানুষকে সমর্থন করতে। আমরা চাই একটি স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

তিনি আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষণ করতে আসার আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই।

সাকির মাহমুদ বান্দারের নেতৃত্বে ওআইসির তিন সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করেন। এতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৪
ইইউডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।