ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলার দুটি ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটেছে।
শনিবার (৬ জানুয়ারি) ভোরে এবং সকালে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটে।
এর মধ্যে ভোর ৪টার দিকে গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং সকাল ৯টার দিকে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটে।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিট না নাশকতা তা জানার চেষ্টা চলছে।
এ ঘটনায় বেশি ক্ষতি হয়নি জানিয়ে ইউএনও বলেন, ওই কেন্দ্রে ভোট গ্রহণ করার মত পরিস্থিতি এখনও আছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, কীভাবে আগুন লেগেছে, তা জানার চেষ্টা চলছে। তবে এই অগ্নিকাণ্ডে কেন্দ্রের তেমন ক্ষতি হয়নি।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
এসএম