ঢাকা: র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার। ভোটদানে ভোটারকে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা বেআইনি।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন শেষে মিরপুর-২ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
খুরশীদ হোসেন বলেন, আগামীকাল (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমাদের চমৎকার কো-অর্ডিনেশন রয়েছে। আমরা একসঙ্গে থেকে টিম ওয়ার্কের মাধ্যমে আগামী কালকের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সক্ষম হবো।
তিনি বলেন, আমি বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। দেখে মনে হয়েছে সব ঠিক আছে, সুন্দর পরিবেশ।
তিনি বলেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। প্রতি পাঁচ বছর পর একবার মানুষ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান। আগামীকাল সকল শ্রেণি পেশার মানুষ নির্বিঘ্নে যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য আমরা প্রস্তুত রয়েছি।
বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সারা দেশে র্যাবের ইউনিট রয়েছে সেখানে আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে রোবাস্ট পেট্রলিং করছি। নির্বাচন উপলক্ষে আমাদের প্রায় সাতশোর মতো মোবাইল পেট্রোল কাজ করবে। সেই সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
এছাড়া গুজব প্রতিরোধ করার জন্য সাইবার পেট্রোলিং-এর কাজ চলছে। থাকবে ডগ ও বোম স্কোয়াড। বিশেষ কোনো জরুরি প্রয়োজনে হেলিকপ্টারও স্ট্যান্ডবাই থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন, আমাদের যে ডিভাইস আছে ওআইভিএস ব্যবহার করা হচ্ছে। এক এলাকার ভোটার ব্যতীত অন্য এলাকার বহিরাগত আসতে চাইলে তাকে যেন আইডেন্টিফাই করা যায়। আমরা এ ব্যবস্থা রেখেছি যাতে করে বহিরাগতরা ভোট সেন্টারে প্রবেশ করতে না পারে।
তিনি বলেন, কিছু নাশকতা হয়েছে। এটি শুধু আমাদের দেশে না, যুক্তরাষ্ট্রেও গত নির্বাচনের আগে হোয়াইট হাউস অ্যাটাক হয়েছে। ইন্ডিয়াতেও বিভিন্ন অঙ্গরাজ্য অনেক ধরনের দুর্ঘটনা ঘটে অনেক লোক মারাও যায়।
সে তুলনায় ২০১৪ ও ২০১৮ সালের তুলনায় এবারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে মনে করেন র্যাবের ডিজি।
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা বিভিন্ন তথ্য দিয়ে এ দেশের নাগরিক হিসেবে গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সহযোগিতা করবেন।
পাশাপাশি দেশবাসীকে আগামীকালকে নির্বাচন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেজন্য সহযোগিতা করার আহ্বান জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এমএমআই/এসআইএস