ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ভোটারদের টাকা বিতরণ করায় কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
ময়মনসিংহে ভোটারদের টাকা বিতরণ করায় কারাদণ্ড

ময়মনসিংহ: ময়মনসিংহ-৪ (সদর) আসনে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করায় মো. শফিকুল ইসলাম নামে এক ট্রাক সমর্থককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম সদর উপজেলার সুতিয়াখালি এলাকার মৃত আ. জব্বারের ছেলে।

এর আগে দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম ওই এলাকায় টাকা বিতরণ করতে এলে স্থানীয় নৌকার সমর্থকরা তাকে আটক করে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর মো. শহিদুল ইসলামসহ ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, ময়মনসিংহ-৪ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক শামীমের পক্ষে নগরীর কৃষ্টপুর এলাকায় ভোট কিনতে এলে ২০ হাজার টাকাসহ আটক হয় শফিকুল ইসলামকে। এ সময় টাকা বিতরণের স্বীকার করেন ভ্রাম্যমাণ আদালতে সাক্ষ্য প্রদান করে শফিকুল ইসলামের সঙ্গে থাকা মো. নজিবুল হাসান (৩৫) ও জীবন মিয়া (২৬)।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।