ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ভোলায় সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু

ভোলা: ভোলার লালমোহন উপজেলায় ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে মোস্তাফিজুর রহমান নামে এক প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।

মোস্তাফিজুর রহমান ভোলা-৩ আসনের ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রের দায়িত্বরত সহকারী প্রিসাইডিং অফিসার ও ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

শনিবার (৬ জানুয়ারি) রাত ১২টায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।  

লালমোহন সহকারী রিটানিং অফিসার তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সহকারী প্রিসাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান রাতে বাড়িতে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার দায়িত্ব পালন করার স্থানে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।