ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আনসার ভিডিপি সদস্য আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আনসার ভিডিপি সদস্য আহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে অন্তর (২২) নামে এক আনসার ভিডিপি এক সদস্য আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (৭ জানুয়ারি) ঢাকা মেডিকেল পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া আহত আনসার ভিডিপির সদস্যের বরাত দিয়ে জানান, যাত্রাবাড়ীর একটি স্কুলের ভোটকেন্দ্রের সামনে নির্বাচনী ডিউটির সময় ককটেল বিস্ফোরণে ওই আনসার সদস্য সামান্য আহত হন।  

তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে চিকিৎসকরা জানিয়েছেন ভর্তির প্রয়োজন নেই।  

ভোরের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলেও জানান বাচ্চু মিয়া।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এজেডএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।