ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাকাসহ আটক সেই সহকারী প্রিসাইডিং অফিসারকে ২ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
টাকাসহ আটক সেই সহকারী প্রিসাইডিং অফিসারকে ২ বছরের কারাদণ্ড

জামালপুর: জামালপুর-২ ইসলামপুর আসনে ভোট কেন্দ্রে ২৫ হাজার টাকা নেওয়া সহকারী প্রিসাইডিং অফিসার আইয়ুব আলীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।  

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ এ কারাদণ্ড দেন।  

জানা গেছে, শনিবার (৬ জানুয়ারি) রাতে ইসলামপুর উপজেলা কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কোনো এক প্রার্থীর পক্ষে টাকা নেন সহকারী প্রিসাইডিং অফিসার আইয়ুব আলী। পরে এ ঘটনা স্থানীয়রা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন। রাতেই সহকারী প্রিসাইডিং অফিসারকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় সহকারী প্রিজাইডিং অফিসারকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আজ তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: জামালপুরে ঘুষের ২৫ হাজার টাকাসহ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।