ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
নেত্রকোনায় ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়ায় নির্বাচনী ফলাফল ঘোষণার পর স্বতন্ত্র প্রার্থীর বিজয়ী মিছিল করার সময় নৌকার কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হন নুরুল আমীন (২০)। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

নুরুল আমীন আটপাড়া উপজেলার দেওগাঁও গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীক প্রার্থী বর্তমান সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল।  

ফলাফল ঘোষণার পর রাত সাড়ে ৯টার দিকে আটপাড়া উপজেলার দেওগাঁও গ্রামে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী পিন্টুর কর্মী সমর্থকরা আনন্দ মিছিল বের করে। এ সময় অসিম কুমার উকিলের কর্মী সমর্থকরা মিছিলে অতর্কিত হামলা চালায়। হামলায় পিন্টুর সমর্থক নুরুল আমীন গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থায় প্রথমে তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

পরে উন্নত চিকিৎসার জন্য নুরুল আমিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাওহীদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।