ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্যারিস্টার সুমনকে জায়েদ খানের নিমন্ত্রণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
ব্যারিস্টার সুমনকে জায়েদ খানের নিমন্ত্রণ

হবিগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শক্তিশালী প্রার্থীকে হারিয়ে জয় পাওয়া ব্যারিস্টার সুমনের সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  

চিত্রনায়ক জায়েদ খান মোবাইলফোনে ব্যারিস্টার সুমনকে নির্বাচনে বিজয়ের শুভেচ্ছা ও শুভ কামনা জানান।

পরে সেই ফোনালাপের এক মিনিট ছয় সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।  

জায়েদ খানের সঙ্গে ব্যারিস্টার সুমনের ফোনালাপের সত্যতা তার এক ঘনিষ্ঠজন নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, সোমবার (৮ জানুয়ারি) রাতে চিত্রনায়ক জায়েদ খান ও অভিনেতা ডিপজল ব্যারিস্টার সুমনের মোবাইলফোনে কল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, জায়েদ খান ব্যারিস্টার সুমনকে ঢাকায় গেলে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের দাওয়াত দিয়েছেন। পরে জায়েদ খানের কাছ থেকে অভিনেতা ডিপজল মোবাইলফোনটি নিয়ে তিনিও ব্যারিস্টার সুমনকে শুভেচ্ছা জানান।  

সুমনকে উদ্দেশ্য করে ডিপজল বলেন, সব ভালো মানুষ যদি আপনার মতো সফল হতে পারতেন, তাহলে একটি সুন্দর বাংলাদেশ গঠন হতো।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।