ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
নারায়ণগঞ্জে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গ্রেপ্তার ৩ মাদককারবারি

নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া এলাকা থেকে ৫ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২৪ হাজার ৫০০ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মাদককারবারিরা হলেন- কুমিল্লার বুড়িচং শংকচাইল এলাকার ইউসুফের স্ত্রী কুসুম ওরফে কুলসুম (৩০), বরিশালের পটুয়াখালীর আঠারোগাছিয়ার দুলালের স্ত্রী মোছা. নাসিমা (২৬) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদলের সোনা মিয়ার ছেলে মো. ইউসুফ (৫৩)।

বুধবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি সনদ বড়ুয়া।

আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।