ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় অজ্ঞাত একটি গাড়িচাপায় বিজন দেবনাথ মজুমদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজন দেবনাথ নরসিংদীর পলাশবাজার এলাকার বিপুল কৃষ্ণ মজুমদারের ছেলে।  

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, বিজন দেবনাথ প্রাইভেটকারে চড়ে ঢাকায় যাচ্ছিলেন। ধারণা করছি, বেকিনগর এলে তার গাড়ির চাকা ফেটে যায় এবং তিনি গাড়ি থেকে নেমে যান। এ সময় পেছন দিক থেকে কোনো অজ্ঞাত গাড়ি এসে তাকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।