ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফের অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ জিয়াউদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
ফের অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ জিয়াউদ্দিন

ঢাকা: অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ হিসেবে আবার নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।

মন্ত্রীর পদমর্যাদায় তাকে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

তিনি এ পদে অধিষ্ঠিত থাকাকালে মন্ত্রীর পদমর্যাদা বেতন-ভাতা এবং আনুষঙ্গিক অন্যান্য সুযোগ সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এদিন সন্ধ্যায় বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেয়।
 
নতুন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আগের মন্ত্রসভা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। তাই অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিনের নিয়োগের অবসানের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(৩) অনুযায়ী আজ অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিনের নিয়োগের অবসান করেছেন বলে ও আদেশে জানানো হয়েছিল।
 
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
এমআইএইচ/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।