ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

১০ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
১০ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল: দশ ঘণ্ট পর ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।  

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

 

এর আগে ভোর রাত ৩টা থেকে ঘন কুয়াশা ও চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মহাসড়কে ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, ভোর রাতে কুয়াশা কিছুটা বেড়ে গেলে যানবাহন ধীর গতিতে চলাচল করছিল। এছাড়াও অনেক চালক মহাসড়কে তিনলেন করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। অপর দিকে চালকরা এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়।

উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যানবাহনগুলো বঙ্গবন্ধু সেতু পার হয়ে গোল চত্বর দিয়ে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড দিয়ে ঢাকা গেছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর  জানান, সকালের দিকে যানজট ছিল। পরে পুলিশ যানজট নিরসনে কাজ করে। দুপুরে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।