মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে অপর অটোরিকশার চাপায় মজিবুর রহমান মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কের বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুজিবুর রহমান উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোল্লাকান্দি এলাকার মৌলবী সরাফ উদ্দিনের ছেলে। নিহতের চাচাতো ভাই কলেজশিক্ষক শিপন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে মুজিবুর রহমান শিবচর বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে নিজ বাড়ি আসছিলেন। এ সময় তিনি অটোরিকশা থেকে পড়ে গেলে পেছনে থেকে আরেকটি অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুরে তার মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন,এ বিষয়ে এখনও কোনো তথ্য পাইনি। তবে খোঁজ নিচ্ছি।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
জেএইচ