ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে স্কুলশিক্ষিকার স্কুটি পুড়িয়ে দিল সন্ত্রাসীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
রাঙামাটিতে স্কুলশিক্ষিকার স্কুটি পুড়িয়ে দিল সন্ত্রাসীরা

রাঙামাটি: রাঙামাটির জুরাছড়ি উপজেলায় মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলী চাকমার ব্যবহৃত স্কুটি পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন জুড়াছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই)  মোরশেদ আলম।

এসআই বলেন, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলা পরিষদের মোহনা আবাসিক ভবনের ফ্ল্যাটের কে বা কারা ভেঙে শিক্ষিকা শিউলী চামার স্কুটি পুড়িয়ে দেয়। ওই ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে মেয়েকে নিয়ে বসবাস করছিলেন শিক্ষিকা।

শিক্ষিকা শিউলী বলেন, ঘটনার দিন আমরা রাঙামাটি জেলা সদরে এসেছিলাম। বিষয়টি দুঃখজনক।

জুরাছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।