ঢাকা: শৈত্য প্রবাহের কারণে ঢাকার তাপমাত্রা আজ নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে। গত তিন ধরে তীব্র শীতের সঙ্গে বইছে হিমেল হাওয়া।
শনিবার (১৩ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব, কাওরানবাজার, শাহবাগ, পল্টন, কুড়িল এলাকায় দেখা গিয়েছে যাত্রীর অপেক্ষায় রয়েছেন বাইকাররা।
সায়েন্সল্যাব মোড় থেকে শাহাদাৎ হোসেন নামের এক বাইকারের বাইকে চেপে এই প্রতিবেদক অফিসে আসেন। আলাপকালে তিনি বলেন, গত তিন ধরে যাত্রী হচ্ছে না। আয় একেবারে অর্ধেকে নেমে গেছে। শীতে যাত্রীরা বাইকে উঠছেন না। রাস্তায় যানজটও কম, সবাই বাসে বা নিজের গাড়িতে চলছে।
কুড়িল এলাকার আরেক বাইকার আব্দুর রহিম বলেন, শীতের কারণে যাত্রীই পাওয়া যাচ্ছে না। দৈনিক ৫০০ টাকাও আয় হচ্ছে না।
সাজ্জাদ হোসেন নামের এক যাত্রী রাইড খুঁজছিলেন। তিনি বাংলানিউজকে বলেন, যানজটে বাসে চড়তে ভালো লাগে না। এজন্য বাইকে চড়ি। কিন্তু এই শীতে বাইকে চড়তে গিয়ে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তারপরও অভ্যাস হয়ে গেছে বলে বাইকেই চড়ছি।
শীতল আবহাওয়া আরও কয়দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, জানুয়ারি মাস অনুযায়ী তাপমাত্রা খুব বেশি না কমলেও বাতাসের কারণে শীতের অনুভূতি বেশি। এ সময়ে এমন ঠাণ্ডা স্বাভাবিক, এমন অবস্থা আরও দুই তিন থাকতে পারে।
মনোয়ার হোসেন আরও বলেন, ১৮ তারিখের পরে সারা দেশে হালকা বৃষ্টি হলে আরও একটি মৃদু শৈত্য প্রবাহ আসতে পারে।
বাংলাদেশ সময় ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এনবি/এসআইএ