ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিটিআরআই কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, জানুয়ারি ১৩, ২০২৪
বিটিআরআই কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের বিরুদ্ধে একটি সংখ্যালঘু পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার মোহাজেরাবাদ এলাকার মৃত রমনী চয়ন গোয়ালার পুত্র শ্যামল গোয়ালা শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হয়রানির অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্যামল গোয়ালা বলেন, ‘আমি সংখ্যালঘু পরিবারের লোক। শত শত বছর ধরে বংশ পরস্পরায় স্থায়ীভাবে বসবাস করে আসছি। আমাদের পূর্ব পুরুষরা অনেক জমিজমা রেখে গেলে আমরা মৌরসি সূত্রে এসব জমি ভোগ দখল করে আসছি। বিগত আরএস জরিপকালে শ্রীমঙ্গল বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের (বিটিআরআই) সহকারী পরিচালক ইসমাইল হোসেন রামনগর মৌজায় আমাদের দখলীয় ভূমির দলিল জাল করে তাদের নামে রেকর্ড করে নেন। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে ২০১৫ সালের ১৩ জুলাই রেকর্ড সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে-২৩০/২০১৫ইং নং একটি মামলা দায়ের করি।

শুনানির পর বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত ৬ জুলাই ২০২৩ তারিখে আমাদের পক্ষে রায় দেন। সার্ভে আদালতের আদেশে শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) অফিস কর্তৃক নামজারি করা হলে ৩১৬৫নং নামজারি ও খতিয়ান প্রদান করেন। এরপর যথারীতি জমির খাজনা প্রদান করি। ’

শ্যামল গোয়ালা আরও জানান, সম্প্রতি ওই ভূমিতে গৃহ নির্মাণের কাজ শুরু করলে ইসমাইল হোসেন নির্মাণ কাজে বাধা দেন। গত ১০ ডিসেম্বর ইসমাইল হোসেন ও তার লোকজন লাটিসোঁটা নিয়ে এসে গৃহনির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি দেন।

অভিযোগ করে শ্যামল বলেন, ল্যান্ড সার্ভে আদালতের আদেশ মোতাবেক নামজারি খাতিয়ান প্রাপ্ত হয়ে খাজনা পরিশোধ করার পরও গৃহ নির্মাণ করতে বাধার সম্মুখীন হতে হচ্ছে। ইসমাইল হোসেন প্রভাবশালী হওয়ায় এবং আমরা নিরীহ সংখ্যালঘু পরিবার হওয়ায় তিনি নালিশা ভূমি হতে আমাদের উচ্ছেদ করতে হুমকিধমকি দিয়ে আসছেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
বিবিবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।