ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নান্দাইলে সাদেক হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, জানুয়ারি ১৩, ২০২৪
নান্দাইলে সাদেক হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেপ্তার

ঢাকা: ময়মনসিংহের নান্দাইল এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার প্রধান আসামি সবুজ ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. সবুজ মিয়া (৪৫) ও তার স্ত্রী মোছা. নাজমা খাতুন (৪০)।

 

শনিবার (১৩ জানুয়ারি) ভোরে দিনাজপুর জেলার কাহারোল থানাধীন নালাপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন চর কোমরভাঙ্গা এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় বসবাসকারী মো. সবুজ মিয়া ও তার স্ত্রী মোছা. নাজমা খাতুন উভয় মিলে পূর্বপরিকল্পিতভাবে সবুজের আপন জেঠাত ভাই সাদেককে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে বেধড়ক মারধর করতে থাকেন।  

মারধর ও ডাক-চিৎকারের শব্দ শুনতে পেয়ে সাদেকের ভাই মো. রুবেল মিয়া ও আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে সবুজ ও তার স্ত্রী সাদেককে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর সাদেকের ভাই রুবেল ও তার পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় সাদেক মৃত্যুবরণ করেন।

পরে ভুক্তভোগী সাদেকের মরদেহ বাড়িতে নিয়ে এসে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মায়না তদন্তের জন্য সাদেকের মরদেহ মর্গে পাঠায়।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এই হত্যাকাণ্ডে তাদের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলা দায়ের পর থেকে দিনাজপুরের কাহারোল এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তারা আত্মগোপন করে ছিলেন বলে জানা যায়।

গ্রেপ্তার আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।