ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পার্বতীপুরের আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেন আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, জানুয়ারি ১৩, ২০২৪
পার্বতীপুরের আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেন আর নেই রবীন্দ্রনাথ সরেন

নীলফামারী: আদিবাসীদের অধিকার আন্দোলনের নেতা চেয়ারপারসন রবীন্দ্রনাথ সরেন (৭২) মারা গেছেন।  শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাঁচ নম্বর চন্ডিপুর ইউনিয়নের বারোকোনা নিজ গ্রামের বাড়িতে শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পরলোকগমন করেন।  

২০২৩ সালের ১৩ অক্টোবর জাতীয় আদিবাসী পরিষদের পঞ্চম কেন্দ্রীয় সম্মেলনে রবীন্দ্রনাথ সরেন সভাপতি নির্বাচিত হন। জাতীয় আদিবাসী পরিষদসহ বিভিন্ন সংগঠন দীর্ঘ ৩০ বছর ধরে আদিবাসীদের অধিকারের জন্য লড়াই-সংগ্রাম করে আসছে। আদিবাসীদের ওপর নির্যাতন, নিপীড়ন বন্ধ না হওয়ায় তিনি আজীবন আদিবাসীসহ কৃষক ও শ্রমিকদের হয়ে সারা জীবন আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিচ্ছিলেন। সংগ্রামী জীবনে রবীন্দ্রনাথ সরেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাথে জড়িত ছিলেন। এছাড়াও তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন থেকে (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট) প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।