নীলফামারী: দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেসের ৩টি কোচ মেরামতের জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। শনিবার (১৩ জানুয়ারি)এসব কোচ সৈয়দপুর এসে পৌঁছায়।
সূত্র জানায়, গত ৬ জানুয়ারি রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুরে ঢোকার আগে আগুন লাগানো হলে একই পরিবারের তিনজনসহ চারজন পুড়ে মারা যান। ৭ জনুয়ারি নির্বাচন ঘিরে বিএনপির ডাকা হরতালের আগের রাতে এ ঘটনা ঘটে। এছাড়া নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাউস্ট) শিক্ষার্থী আবু তালহা কে এখনো পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুঁজে পায়নি। ট্রেনটি সৈয়দপুর স্টেশনে আসায় অনেক উৎসাহী মানুষ দেখতে আসছেন।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান বলেন, এগুলোকে কারখানায় নিয়ে মেরামত-সংস্কার করা হবে। তবে, সদ্য চীন থেকে আমদানি করা কোচগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো এর ভেতর পোড়া গন্ধে ভরা। এর ভেতর হয়তো এখনো কোনো মরদেহ পাওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এগুলো দ্রুত মেরামত করে রেলের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এমএম