ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদবাজ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৪, জানুয়ারি ১৩, ২০২৪
সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদবাজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মাসুদ রানা (২৬) নামে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার সঙ্গে থাকা চাঁদাবাজির নগদ ৭ হাজার ২৩৪ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মুন্সিগঞ্জের লৌহজংয়ের ভেজগাঁও এলাকার মো: মেহেদী হাসান লিটনের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন বলেছেন, গ্রেপ্তারকৃত মাসুদ শিমরাইল মোড়ের খানকা মসজিদের সামনে থেকে বিভিন্ন বাসের চাকলদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন। বাস থেকে চাঁদা আদায়কালে হাতেনাতে আটক করে চাঁদাবাজির টাকা উদ্ধার করা হয়েছে। আসামিকে আলামতসহ সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এমআরপি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।