নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মাসুদ রানা (২৬) নামে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মুন্সিগঞ্জের লৌহজংয়ের ভেজগাঁও এলাকার মো: মেহেদী হাসান লিটনের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন বলেছেন, গ্রেপ্তারকৃত মাসুদ শিমরাইল মোড়ের খানকা মসজিদের সামনে থেকে বিভিন্ন বাসের চাকলদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন। বাস থেকে চাঁদা আদায়কালে হাতেনাতে আটক করে চাঁদাবাজির টাকা উদ্ধার করা হয়েছে। আসামিকে আলামতসহ সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এমআরপি/এমএম