বরগুনা: বরগুনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ছেলের মরদেহ দেখে মারা গেলেন বাবা। শনিবার ( ১৩ জানুয়ারি ) সদর উপজেলার ১ নম্বর বদরখালি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পাতাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, হৃদরোগে আক্রান্ত হলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মো. বশির হাওলাদার (৪৮) সেখানে চিকিৎসারত অবস্থায় ১৩ জানুয়ারি রাত তিনটার সময় মৃত্যু বরণ করে। পরে সকাল সাড়ে আটটার সময় বশিরের মরদেহ গ্রামের বাড়ি পাতাকাটায় নিয়ে আসলে বাবা মো. আনছার আলী হাওলাদার (৮৫) শোকে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় চিকিৎসক তাকে সকাল নয়টায় মৃত ঘোষণা করে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিকেলে একসঙ্গে বাবা-ছেলের জানাযা শেষে নিজ বাড়িতে দাফন করা হয়।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এইচ. এম. ইদ্রিস বলেন, সদর উপজেলার বদরখালি ইউনিয়নের মো. বশির হাওলাদার দীর্ঘদিন অসুস্থতায় বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা জান। আজকের ছেলের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন মৃত বশির হাওলাদার এর বাবা মো. আনছার আলী হাওলাদার। অসুস্থ হয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনিও নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বাবা ছেলের জানাজা নামাজ শনিবার বিকেল চারটায় অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এমএম