ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝালকাঠির নলছিটিতে বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৬, জানুয়ারি ১৪, ২০২৪
ঝালকাঠির নলছিটিতে বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ জাল জব্দ

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বিশেষ কম্বিং অপারেশনে ৪(চার) লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করা হয়েছে।  
১৩জানুয়ারি  ভোর ৬টায় সুগন্ধা নদী সংলগ্ন বিভিন্ন খালে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় জাল জব্দ করলেও এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।

জব্দকৃত জালের মধ্যে রয়েছে ৫টি বেহুন্দি জাল,৪ হাজার মিটার চড়গড়া জাল ও ১ হাজার মিটার কারেন্ট জাল যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।

পরে উপজেলা চত্ত্বরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে এ বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।