ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ষড়যন্ত্র ও চাপ অতিক্রম করার সাহস সরকারের আছে: ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, জানুয়ারি ১৪, ২০২৪
ষড়যন্ত্র ও চাপ অতিক্রম করার সাহস সরকারের আছে: ওবায়দুল কাদের

ঢাকা: সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, দেশ-বিদেশি চাপ আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু সেই চাপ এবং ষড়যন্ত্র অতিক্রম করার ক্ষমতা ও সাহস সরকারের কাছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার ১৪ জানুয়ারি নতুন মন্ত্রিসভায় চতুর্থবারের মতো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সচিবালয় প্রথম দিন নিজ কার্যালয়ে এসে সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এই মন্তব্য করেন ।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন দেশি-বিদেশি চাপের বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারে বারে বলেছেন। চাপ বিদেশ থেকেও আছে দেশেও আছে। কিন্তু আমরা অতিক্রম করার ক্ষমতা রাখি। সাহস রাখি, সামর্থ্য রাখি। আমাদের শক্তির উৎস বাংলাদেশের জনগণ, আমাদের সম্পর্ক মাটি আর মানুষের সঙ্গে। মাটি আর মানুষের সঙ্গে যে দলের- যে সরকারের সম্পর্ক সেই দল কোন বিদেশি চাপ বা দেশি চাপ, কোন চাপের কাছেই নতিস্বীকার করে না।

ওবায়দুল কাদের বলেন, আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি পথে পথে বাধা পদে পদে বাধা, সেটা আমরা অতিক্রম করেছি। আমরা অতিক্রম করেছি নির্বাচনী পরিস্থিতি, নির্বাচন তো হয়েই গেছে। অনেকে বলেছেন নির্বাচন তো করতে পারবে না, তাদের সেই স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেছে। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়িত করেছি। এখন আমাদের ওপর চাপ আসবে আমরা জানি, বিদেশি চাপ আসবে, নানান ধরনের, আমাদের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্রও আছে। এগুলো অতিক্রম করতে হবে এগুলোকে ভয় পেলে চলবে না, সাহস রাখতে হবে।

সেতু মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য দেখতে পাচ্ছেন বাজারে, মানুষ কষ্ট হচ্ছে, কিছু মানুষ নিম্ন-স্বল্প আয়ের মানুষের কষ্ট হচ্ছে, এ কষ্ট লাঘব করা দরকার। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন  আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। দ্রব্যমূল্য যাতে মানুষের সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। দেশি-বিদেশি সব চাপ অতিক্রম করার পেছনে আমাদের মূলশক্তি আমাদের জনগণ।

বিরোধীদল আবার নতুন করে নির্বাচন দাবি করছে। এতে বিদেশিদের কোন ইন্ধন আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, তা আমি জানি না। তবে এটা মামার বাড়ির আবদার। তিনি আরও বলেন, এ দেশটা আমাদের সকলের, আমরা ক্ষমতায় আছি বলে শুধুমাত্র আওয়ামী লীগের এমন দাবি তো আমরা করি না। সবারই শুভবুদ্ধি হওয়া দরকার। ষড়যন্ত্র করে দেশের উন্নতি-সমৃদ্ধি হয় না। দেশের উন্নয়ন অর্জন সবার অর্জন।

পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে এ  মতবিময় অনুষ্ঠিত হয়। এসময় কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময় ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এসকে/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।