ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হাছান মাহমুদকে জয়শঙ্করের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
হাছান মাহমুদকে জয়শঙ্করের অভিনন্দন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

রোববার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে অভিনন্দন জানান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন। ভারত-বাংলাদেশের মৈত্রীকে আরও গভীর ও একসাথে কাজ করার জন্য উন্মুখ।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি শপথ গ্রহণের মধ্যে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।