ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙ্গুড়ায় অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নারী নিহত

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
ভাঙ্গুড়ায় অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নারী নিহত

পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী চামেলী বেগম (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।  

রোববার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় অটোরিকশার চালকসহ আরও চারজন যাত্রী আহত হয়েছেন।

নিহত চামেলী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শাহজাদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।  

প্রত্যক্ষদর্শীরা জানান, টেবুনিয়া-বাঘাবাড়ী সড়কের রাঙ্গালিয়া এলাকায় ট্রাকের সঙ্গে ফরিদপুরগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী চামেলী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ আরও চার যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  

রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা রবিউল করিম বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি একটি সিএনজিকে ওভারটেক করতে রাস্তার ডান পাশে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।  

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।