ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিদেশি পর্যটকে মুখর সোনারগাঁও জাদুঘর-পানাম সিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
বিদেশি পর্যটকে মুখর সোনারগাঁও জাদুঘর-পানাম সিটি

নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁও যাদুঘর ও প্রাচীন ঐতিহ্যের পানাম সিটিতে প্রায় প্রতিদিনই আনাগোনা থাকে বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকে। তাদের নিয়মিত সরব উপস্থিতিতে মুখরিত থাকে এই দুই পর্যটন স্পট।

সোমবার (১৫ জানুয়ারি) সরেজমিন গিয়ে সেখানে বিভিন্ন বিদেশি পর্যটকদের দেখা যায়।

এদিকে বিদেশি পর্যটকদের নিরাপত্তায় পর্যটন স্পটগুলোতে সার্বক্ষনিক দায়িত্ব পালন করতে দেখা যায় ট্যুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের সদস্যদেরও।

দেখা যায়, বিদেশি পর্যটকদের আসার পর সেখানে তাদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন তথ্য দিয়েও সহায়তা করছেন ট্যুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের সদস্যরা।

ট্যুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, বিদেশি পর্যটকদের পাশাপাশি দেশি পর্যটকদেরও নিরাপত্তায় আমরা সার্বক্ষনিক প্রস্তুত থাকি। এখন পর্যন্ত কোনো পর্যটকের কাছ থেকে অভিযোগ আমরা পাইনি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।