ঢাকা, শনিবার, ৪ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, জানুয়ারি ১৬, ২০২৪
রাজধানীতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মগবাজার মধুবাগ মাঠে ছুরিকাঘাতে আহত আশিক মিয়া (১৯) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে হাসপাতালে মারা গেছে। তবে পুলিশ ধারণা করছে, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এই ছুরিকাঘাতের ঘটনাট ঘটে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) আশিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানা পুলিশ। গতকাল সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে আশিক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
 
গত মঙ্গলবার ৯জানুয়ারি বিকালে মধুবাগ মাঠে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।
 
মৃত আশিক কুমিল্লা জেলার হোমনা থানার ভংগাচর গ্রামের রিকশা চালক শেখ ফরিদের ছেলে। সে মীরবাগ এলাকায় থাকতো ও পেশায় মোটর গ্যারেজে কাজ করতো। তিন ভাই এক বোনের মধ্যে আশিক ছিল বড়।

নিহতের মা শাহনাজ বেগম জানান, বেড়ানোর শেষ করে ছেলেকে নিয়ে ঘটনার দিন মঙ্গলবার গ্রামের বাড়ি থেকে দুপুরের দিকে মীরবাগ এলাকায় বাসায় পৌঁছাই। ঐদিনই আসরের পর ফোনে জানতে পারি আশিককে নজরুলের ছেলে ছুরি মেরেছে। তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়েছে। তখন তিনি হাসপাতালে গিয়ে আশিককে আহত অবস্থায় দেখতে পান।

তিনি আরো জানান, সেই সময় আশিকের অবস্থা এতটাই খারাপ ছিলে যে কথা বলতে পারছিল না। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে শাম্মি খান নামে এক নারী জানান, তাদের বাসা মধুবাগ এলাকায়। ঘটনার দিন একটি ছেলে বাসায় খবর দেয় মধুবাগ মাঠের পাশে রক্তাক্ত অবস্থায় পরে আছে আশিক। সংবাদে সেখানে গিয়ে আশিককে একটি সিএনজি ভাড়া করে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়ার পাশাপাশি আশিকের মাকে খবর দেওয়া দেন।  

হাসপাতালে নেওয়ার পথে আশিক তাকে বলে, মইনুদ্দিন,তানভির, জাহাঙ্গির বেলাল, এবং  রাসেল তাকে ছুরিকাঘাত করেছে।

শাম্মি আরো জানান, আমার ছেলেও রাসেল জড়িত ছিল বলে আশিকের চিকিৎসার সমস্ত খরচ আমি নিজেই করি। তবে আশিককে আর বাঁচানো যায়নি।  

হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) তমেজ উদ্দিন আশিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৯ জানুয়ারি মধুবাগ মাঠের পাশে ছুরিকাঘাতে আহত হয়েছিল যুবক আশিক। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায়। আশিকের পিঠে একটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে জানা গেছে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এজেডএস/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।