নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। কম্বল পেয়ে বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছিন্নমূল ও দুস্থ মানুষেরা।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার কাঞ্চনের কেন্দুয়া মোগলের বাগান বাড়ি এলাকায় চার হাজার, আতলাপুরে এক হাজার ও পূর্বাচল ২১ নম্বর সেক্টর রাজউক অফিসের সামনে দুই হাজার কম্বল বিতরণ করে বসুন্ধরা গ্রুপ।
পূর্বাচলে কম্বল পেয়েছেন তহুরুল বেগম নামে ৬৫ বছরের এক বৃদ্ধা। আবেগতাড়িত হয়ে তিনি বলেন, আমার শীতে কষ্ট হইতাসিলো। এহন আর শীতে কষ্ট হইবো না। বসুন্ধরার লাইগা আল্লাহ কাছে দোয়া করি, বসুন্ধরার মালিকের লাইগা দোয়া করি।
তহুরুল আরও বলেন, আমাদের সমস্যা হইলে বসুন্ধরা সাহায্য করে। এবার শীত বেশি পড়ছে কষ্ট হইতাসিলো। মনে মনে আশা করতাসিলাম এমন একটা কম্বলের। আজকা একটা কম্বল পাইসি।
এর আগে গতকাল সোমবার (১৫ জানুয়ারি) কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া হাজি ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এমআরপি/এমজে