ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাওতুল কোরআনে ইয়েস কার্ড পেল ২০ জন

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, জানুয়ারি ১৬, ২০২৪
সাওতুল কোরআনে ইয়েস কার্ড পেল ২০ জন

ঢাকা: জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আমানসিম সাওতুল কোরআন- ২০২৪, সিজন-৯ এর ঢাকার অডিশন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০ জন ইয়েস কার্ড পেয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়াম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই অডিশন গ্রহণ সম্পন্ন হয়। অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি আবু সালেহ মুহাম্মদ মুসা এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারি হাবিবুর রহমান মিশকাত।

বিচারকদের সূক্ষ্ম বিচার বিশ্লেষণে শ্রেষ্ঠ ২০ জন প্রতিযোগীকে ইয়েস কার্ড প্রদানের মাধ্যমে বাছাই করে নেওয়া হয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। এছাড়াও ১০জন প্রতিযোগীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রযোজনায় সাওতুল কোরআন পুরো রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্প্রচারিত হবে। এ আয়োজনে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩ লাখ, দ্বিতীয় ২ লাখ এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ১ লাখ টাকা নগদ পুরস্কার। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সম্মাননা ও গিফট হ্যাম্পার।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।