ফেনী: ফেনীতে পুলিশ দেখে পিকআপ ভ্যানে ১৭ বস্তা ভারতীয় চিনি রেখে পালিয়েছেন এক চালক।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে শহরের আবু বক্কর সড়কের এম জি এন্টারপ্রাইজের গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের আবু বক্কর সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যান পিকআপ ভ্যান চালক। পরে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, ভারতীয় চিনিগুলো দেশীয় ব্র্যান্ডের বস্তায় ভরে ফেনীসহ দেশের বিভিন্ন জায়গায় গোপনে বাজারজাত করছে একটি চোরাকারবারি চক্র।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাস বাংলানিউজকে বলেন, ১৭ বস্তা চিনিসহ পিকআপ ভ্যানটি জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পিকআপ ভ্যানচালক নুর উদ্দিনের নামে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এসএইচডি/আরআইএস