ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়কের পাশে পড়েছিল ৫ কোটি টাকার হেরোইন!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
সড়কের পাশে পড়েছিল ৫ কোটি টাকার হেরোইন!

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচ কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি টাকা।

 

পরে আজ বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বড়গাছি থেকে এই হেরোইন উদ্ধার করা হয়।

রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাবের একটি দল জানতে পারে, গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বড়গাছি গ্রাম সংলগ্ন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে অবৈধ কিছু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।  

এমন খবর পেয়ে র‌্যাবের টিম ওই জায়গায় অভিযান চালিয়ে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করে।

এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এসএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।