ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

পথচারী নিয়ে ফের ভেঙে পড়ল সেতু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৮, জানুয়ারি ১৭, ২০২৪
পথচারী নিয়ে ফের ভেঙে পড়ল সেতু 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক ১ নং ওয়ার্ড) হিরাঝিল কাসসাফ শপিং সেন্টার সংলগ্ন ডিএনডি খালের ওপর নির্মিত কাঠের সেতুটি আবারও ভেঙে পড়েছে।  তাৎক্ষণিকভাবে কোনো আহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় পথচারী নিয়ে সেতুটি ভেঙে পড়ে।

জানা গেছে, এর পূর্বে আরও একবার সেতুটি ভেঙে পড়েছিল। তখন তাৎক্ষণিক ওই ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে কাঠ দিয়ে সংস্কার করা হয় এটির। সংস্কার হলেও সেটি ভালোভাবে মেরামত করা হয়নি সেসময়। ফলে মানুষজন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার হয়ে আসছিলেন। বুধবার আবারও ভেঙে পড়ে সেতুটি।

এ বিষয়ে (নাসিক) ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম জানান, অতি দ্রুত সেতুটি সিটি করপোরেশন কর্তৃক সংস্করণ করা হবে। এর পূর্বে আমি নিজ অর্থায়ানে সংস্কার করে দিয়েছিলাম।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।