ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শ্রীপুরে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, জানুয়ারি ১৮, ২০২৪
শ্রীপুরে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ১

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বদনীভাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণে হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশে খাদে পড়ে মাফিজ মণ্ডল (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারচালক রুবেল মিয়া।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাফিজ উপজেলার শৈলাট এলাকার বাসিন্দা।  

নিহতের ভাতিজা রফিকুল ইসলাম জানান, তিনদিন আগে নতুন একটি প্রাইভেটকার কেনেন চাচা। গাড়ি কেনার লেনদেন ও কিছু কাজ বাকি ছিল। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে নতুন প্রাইভেটকার নিয়ে বাড়ি থেকে বের হন। প্রাইভেটকারটি বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে এলাকাবাসী গাড়ির জানালার কাচ ভেঙে তাকে মৃত অবস্থায় ও চালককে আহত অবস্থায় উদ্ধার করে। চালককে হাসপাতালে নেওয়া হয়েছে।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিন্টু শেখ জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।