শরীয়তপুর: জেলায় নদীর চ্যানেল বন্ধ করে সেতু নির্মাণের ঘোষণা দেওয়ায় মানববন্ধন করেছেন মাঝি ও নৌযানের মালিকরা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে কোটাপাড়া সেতুর নিচে কীর্তিনাশা নদীর পাড়ে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে মাঝি ও নৌযানের মালিকরা জানান, সম্প্রতি সড়ক ও জনপথ মাইকিং করেছে, কোটাপাড়া নতুন সেতুর কাজ করার লক্ষ্যে বাঁধ দিয়ে নদীর চ্যানেল বন্ধ করে দেবে। যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে শরীয়তপুর, মাদারীপুর ও বরিশালসহ বিভিন্ন এলাকার খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাবে। এতে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ মাঝি ও নৌযানের মালিকরা অনাহারে থাকবে।
তারা বলেন, এই নদীতে আরও সাতটি সেতু হয়েছে। এ পর্যন্ত কোথাও নৌ-পথ বন্ধ হয়নি। সেতু হলে আমাদেরই শান্তি। কিন্তু এই নদী যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমাদের কি হবে? আমরা চাই, এই নৌপথ বন্ধ না করে সেতু নির্মাণ হোক। আমাদের নৌ চলাচলের রাস্তা করে দিয়ে সেতু করা হোক।
এরআগে, বাঁধ নির্মাণ বন্ধে বুধবার জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেছেন তারা।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এসআইএ