ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, জানুয়ারি ১৮, ২০২৪
নারায়ণগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নের পাঁচানী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে এসব উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল পাঁচানী ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে ডাকাতি কাজে ব্যবহৃত দুটি ককটেল, তিনটি টেঁটা, তিনটি কাউয়াল (তালা ও দরজা ভাঙার যন্ত্র), পাঁচটি টর্চলাইট ও মুখের মুখোশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাত দল ডাকাতি করার জন্য ওই স্থানে এগুলো রেখেছিল।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।