ঢাকা: উত্তরা-আগারগাঁও রুটের সঙ্গে সমন্বয় করে শনিবার (২০ জানুয়ারি) থেকে বাড়ছে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সময়সূচি। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনেই থামবে মেট্রোরেল।
তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিট ও মতিঝিল থেকে সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে। রাত ৮টা ৪০ মিনিটে মতিঝিল থেকে এবং উত্তরা থেকে রাত ৮টায় সবশেষ ট্রেন ছেড়ে যাবে।
ডিএমটিসিএল আরও জানিয়েছে, যাদের র্যাপিড ও এমআরটি পাস আছে শুধু তারাই সকাল ৭.১০ মিনিট, ৭.২০ মিনিটে উত্তরা থেকে মতিঝিল রুটে ছেড়ে যাওয়া ট্রেনে চলতে পারবেন। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী মেট্রোরেলে রাত ৮টা ১০ মিনিট, ৮টা ২০ মিনিট, ৮টা ৩০ মিনিট এবং ৮টা ৪০ মিনিটের ট্রেনগুলোতে চলাচল করতে পারবেন।
সব স্টেশনে সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত এমআরটি পাস কেনা ও টপআপ করা যাবে।
এছাড়া সকাল ৭টা ১০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ১০ মিনিট, বেলা ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২ মিনিট এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পর পর চলবে ঢাকার মেট্রোরেল।
বরাবরের মতো মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ থাকছে শুক্রবার।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এনবি/এমজেএফ